আপনি কি প্রস্তুত এমনভাবে বিক্রি করতে, যেন আপনার জীবন এর ওপর নির্ভর করছে? (আসলে তা নয়, কিন্তু আপনি বুঝতে পারছেন!) MarkTek Digital-এ আমরা সেলস নিয়ে পাগল, তবে সবকিছু করি সঠিক উপায়ে ইনটেগ্রিটি, ডিসিপ্লিন, ক্রিয়েটিভিটি, আর খানিকটা উচ্ছ্বাসের ছোঁয়ায়। আর হ্যাঁ, আমাদের অফিস? একদম টেক লাভারদের স্বপ্নের জায়গা—এসি চলছে এমনভাবে, যেন স্বর্গের শীতল বাতাস, এমন সব কম্পিউটার যেগুলো রাতে হয়তো রকেট লঞ্চার হিসেবেও কাজ করে, আর ফ্রি লাঞ্চ! হ্যাঁ, ফ্রি লাঞ্চ। এখন কে বলে ক্লিশে?
এখানেই শেষ নয়! আমরা এমন একটা টিম, যারা একদিকে ওয়ার্ল্ড-ক্লাস মার্কেটিং ক্যাম্পেইন প্ল্যান করতে পারে, অন্যদিকে বিড়াল নিয়ে জোকস মারতেও পটু। যদি এটাকে ব্যালেন্স না বলেন, তাহলে আর কী বলবেন?
