আপনার ব্র্যান্ডকে মানুষের মুখে মুখে ছড়িয়ে দিন।
আজকের দিনে, মানুষ ব্র্যান্ডকে নয়, মানুষকে বিশ্বাস করে। আর সেই বিশ্বাসকে কাজে লাগিয়েই আমরা তৈরি করি এমন ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন যা শুধুমাত্র ভিউ না, রেজাল্ট আনে।

Influencer Marketing কেন করাবেন?
১০০ জন এ ৭১ জন মানুষ ব্র্যান্ডের বিজ্ঞাপন এর চেয়ে Influencer এর কথার উপর ভরসা করেন বেশি!
মানুষ বিজ্ঞাপন স্কিপ করে, কিন্তু প্রিয় ইনফ্লুয়েন্সারের কথায় কান দেয়। Influencer Marketing হলো এমন একটি Strategy যেখানে Branding হয় গল্পের মতো – এমন কারো মাধ্যমে, যাকে আপনার Customer রা আগে থেকেই বিশ্বাস করে। এতে শুধু Reach নয়, তৈরি হয় Organic Engagement ও Long Term Brand Trust.
আমাদের Influencer Marketing সার্ভিসের মাধ্যমে আপনি পাবেন:
✅ সঠিক ইনফ্লুয়েন্সার নির্বাচন:
ব্র্যান্ডের টার্গেট অডিয়েন্স ও ক্যাম্পেইন উদ্দেশ্যের সাথে মানানসই ইনফ্লুয়েন্সারদের বাছাই।
✅ ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ও প্ল্যানিং:
কোন প্ল্যাটফর্মে কীভাবে, কখন ও কীভাবে প্রচার করতে হবে – পুরো স্ট্র্যাটেজি আমরাই তৈরি করি।
✅ কনটেন্ট কো-অর্ডিনেশন ও রিভিউ:
ইনফ্লুয়েন্সারদের সাথে কনটেন্টের আইডিয়া, স্ক্রিপ্ট ও ফাইনাল অ্যাপ্রুভাল পর্যন্ত সব ব্যবস্থাপনা।
✅ পারফরম্যান্স ট্র্যাকিং ও রিপোর্টিং:
কে কতটা রিচ করলো, কতটা এনগেজমেন্ট হলো, ROI কেমন – সব রিপোর্ট আপনি পাবেন।

Strategy Development & Influencer Selection
প্রথমেই আমরা আপনার ব্র্যান্ড, টার্গেট অডিয়েন্স এবং ক্যাম্পেইনের উদ্দেশ্য বিশ্লেষণ করি। এরপর সেই অনুযায়ী মাইক্রো, মিড কিংবা ম্যাক্রো লেভেলের ইনফ্লুয়েন্সারদের বাছাই করি যারা সত্যিকারের ইমপ্যাক্ট ফেলতে পারবেন।
আমরা শুধু ফলোয়ার দেখে ইনফ্লুয়েন্সার বাছি না, দেখি এনগেজমেন্ট, অথেনটিসিটি আর অডিয়েন্স ম্যাচিং।

Content Plan & Campaign Execution
আমরা ইনফ্লুয়েন্সারদের সাথে কনটেন্ট আইডিয়া শেয়ার করি, প্রয়োজন হলে স্ক্রিপ্ট বা রেফারেন্স দিই, এবং নিশ্চিত করি যেন ব্র্যান্ড মেসেজিং সঠিকভাবে উপস্থাপিত হয়। সময়মতো পোস্টিং এবং কো-অর্ডিনেশনও আমরা সম্পূর্ণভাবে হ্যান্ডেল করি।

Performance Tracking & Reporting
প্রকাশিত কনটেন্টগুলোর পারফরম্যান্স ট্র্যাক করে আপনাকে দিই বিস্তারিত রিপোর্ট — কতজন দেখেছে, কতজন এনগেজ করেছে, রিচ কেমন হয়েছে, এবং কীভাবে এটি আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে।
আপনি কি Influencer Marketing নিয়ে একটি মিটিং করতে চান?
আমাদের Expert টিম আপনার বাজেট এবং চাহিদা অনুযায়ী একটি সঠিক প্ল্যান তৈরি করে আপনার ব্যবসায় উন্নতির ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবেন।

ফেসবুক মার্কেটিং সম্পর্কিত কিছু প্রশ্ন:
একটি এড এঁর ডিউরেশন বা সময় এড এঁর বাজেটের ওপর নির্ভর করে। আপনি আপনার সুবিধামতো দিন নির্ধারন করে বাজেট খরচ করতে পারেন। দৈনিক যত খরচ করবেন, সেই অনুপাতে রেজাল্ট আসবে। সর্বনিন্ম প্রতিদিন ১ ডলার দেয়া যায়। মানে ৩০ ডলার দিয়ে সর্বাধিক ৩০ দিন ক্যাম্পেইন চালাতে পারবেন। তবে আপনি যদি আপনার এড শুরু থেকেই অপটিমাইজ করতে চান এবং তার থেকে একটা ভালো ফলাফল পেতে চান তবে আমাদের পরামর্শ হলো দৈনিক অন্তত ৩-১০ ডলার বরাদ্দ দিন যাতে একটি স্ট্যান্ডার্ড স্পিড বা ভালো লিড পাওযা যায়। ফেসবুক আপনার বাজেটের পুরোটা খরচ করতে না পারলে এবং বাড়তি টাকা থেকে গেলে তা আমরা রিফান্ড করে থাকি।
একটি এড কতজন দেখবে বা কত রিচ হবে এর সুনির্দিষ্ট কোন সংখ্যা নেই। কারন এড পারফরমেন্স অনুযায়ী এবং ফেইসবুকের নিজস্ব কিছু পলিসি অনুযায়ী (কন্টেন্ট, ডেইলি বাজেট, এড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী এড- এর পরিমান ইত্যাদী) কারণে কম বেশী হয়ে থাকে।
সাধারনত আমরা যখন এড ম্যানেজার হতে কােন এড পাবলিশ করি তখন সেটা ফেসবুক পর্যালোচনা বা যাচাই বাছাই করার জন্য রিভিউতে নিয়ে নেয়। রিভিউর এই সময়টি ৩০ মিনিট থেকে ২৪ ঘন্টার বেশিও হতে পারে, এতে চিন্তিত হওয়ার কোন কারন নেই। এটা করার কারন হলো ফেসবুক এ্যাড এর কিছু নিয়ম কানুন রয়েছে যাকে বলা হয় ফেসবুক এ্যাড পলিসি। আপনার পোস্ট বা কন্টেন্ট যদি তাদের এ্যাড পলিসি বিরোধি হয় তাহলে আপনার বিজ্ঞাপনটি বাতিল বা রিজেক্ট করে দেওয়া হবে, আর যদি তাদের এ্যাড পলিসি বিরোধি না হয় তাহলে বিজ্ঞাপনটি সাধারণত ২৪ ঘন্টার ভেতর একটিভ হয়ে যায়।
