📌 Facebook Page এ কি Post করার আইডিয়া সংকটে ভুগছেন?
ফেসবুক পেইজ আছে, Product ও আছে — কিন্তু কী পোস্ট করবেন বুঝতে পারছেন না?
একই টাইপের পোস্টে বার বার ঘুরায়ে ফিরায়ে করার কারণে রিচ কমছে, এনগেজমেন্টও নেই। আর একের পরে এক সেলস পোস্ট দেখে কাস্টমাররা মিউট কিংবা আনফলো করে দিলে বিপদ কিন্তু চরমে!
আপনি একা না, আপনার এই চ্যালেঞ্জ আমরাও বুঝি
🔄 প্রতিদিন পোস্ট আইডিয়া বের করা সময়সাপেক্ষ
📉 Sales Increase করার কথা বললেই সবাই বলে "ads দাও", অথচ Organic Content পেইজে না থাকলে কেমনে কি!
🔐 Customer এর দরকার Trust — শুধু সেলস পোস্টে হয় না, দরকার দরকারি ও ভ্যালু-এডেড কনটেন্ট
🎁 আপনার জন্য গিফট:
৩০ দিনের ৩০টি কনটেন্ট আইডিয়া!
আমরা তৈরি করেছি এমন একটি ব্যবহারযোগ্য কনটেন্ট ক্যালেন্ডার, যেটা দিয়ে আপনি পরবর্তী ৩০ দিন রিল, পোস্ট, ক্যারোসেল – সবকিছুর প্ল্যান একসাথে পেয়ে যাবেন।
Week 1 ব্র্যান্ড পরিচিতি দিয়ে শুরু
Week 2 সমস্যা সমাধান ও সচেতনতা
Week 3 এনগেজমেন্ট ও কমিউনিটি
Week 4 হাই-কনভার্শন সেলস কনটেন্ট
Week 5 রিক্যাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা
👉 কে ব্যবহার করতে পারবে এটা?
✅ যারা প্রোডাক্ট বিক্রি করেন (মেকআপ, জামাকাপড়, হ্যান্ডক্রাফটেড, ই-কমার্স)